রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঈদে পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর রুটে বিশেষ ট্রেন

Trianঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেন যাত্রীদের ভ্রমনের সুবিধার্থে পার্বতীপুর-ঢাকা- পার্বতীপুর রুটে একজোড়া  ঈদ স্পেশাল ট্রেন (আন্তঃনগর) চালু হচ্ছে। আগামীকাল শুক্রবার এ রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু করবে এবং ঈদের পূর্বদিন পর্যন্ত ট্রেনটি চলবে। দু’দিন বিরতি থাকার পর ঈদের পরের দ্বিতীয় দিন হতে পরবর্তী ৫ দিন এ ট্রেনটি পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর এর মধ্যে চলাচল করবে।
ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে এবং বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকা স্টেশনে পৌঁছাবে। একই দিন বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকা ষ্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসবে এবং রাত ৩টায় পার্বতীপুর ষ্টেশনে পৌছাবে। ট্রেনটির ৯টি বগিতে ৭৪০টি আসন রয়েছে। ট্রেনটি চলাচলের সময় উভয় পথে ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়াল ব্রীজ, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পূর্ব, মির্জাপুর, মৌচাক, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে বিরতি থাকবে। পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার আ. জব্বার জানান, ঈদ স্পেশাল ট্রেনটি চলাচলের জন্য ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাত্রীদের নিরাপদে চলাচলের সুবিধার জন্যে সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে।

Spread the love