দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ঈদু-উল-ফিতর উপলক্ষে বিনোদনকেন্দ্রগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভীড়। এসব বিনোদনকেন্দ্রগুলোতে শিশু, কিশোর-কিশোরী, তরুন-তরুনীসহ সব বয়সী নারী-পুরুষের ভীড় ছিল চোখে পড়ার মত।
দিনাজপুর শিশু পার্ক, রামসাগর, কান্তজিউ মন্দির, রাজবাড়ী, দিনাজপুর সিটি পার্কসহ অন্যান্য বিনোদন কেন্দ্রতে অন্যান্য সময়ের চেয়ে ঈদ উপলক্ষে বিনোদন পিপাসু মানুষের উপচে পড়া ভীড় ছিল। এ ছাড়াও দিনাজপুরের নবাবগঞ্জের স্বপ্নপুরি বিনোদন কেন্দ্রের উপচে পড়া ভীড় ছিল।
শহর জীবনের কোলাহল থেকে বের হয়ে এসব মানুষ পরিবারের সদস্যদের নিয়ে ঈদ আনন্দ উপভোগ করেছে।
ঈদ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলনা যেমন নাগর দোলা, চড়কা স্থাপন করা হয়।
ঈদ উপলক্ষ শহরের বিভিন্ন স্থানে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা।