শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঈদে হত দরিদ্র পরিবারের পাশ্বে ঘোড়াঘাটে আল মদিনা বেকারী

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট, দিনাজপুরঃ

গরিব হক বা বিত্তবান হক ঈদ হক সবার জন্য সমান, এই স্লোলগানকে সামনে রেখে রোববার বিকেল ৫ টায় দিনাজপুুর ঘোড়াঘাট রাণীগঞ্জ বাজার  আলমদিনা বেকারী উদ্যোগে উপজেলার বুলাকিপুর, ও সিংড়া ইউনিয়নের ১০ টি গ্রামের হত দরিদ্র,গরিব, দুখিঃ ৪০০ টি পরিবারের মহিলা ও শিশুর মাঝে সেমাই ,চিনি, বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক মনোরঞ্জন মোহন্ত, আল মদিনা, বেকারীর স্বধিকারী মোঃ আবজাল হোসেন, রংপুর গুচ্ছ গ্রাম প্রল্পের  আইটি অপারেটর সজিব সরকার রুগো, সাংবাদিব মোঃ আজহারুল ইসলাম সাথী, আলমদিনা বেকারীর ম্যানেজার শফিউল ইসলাম, প্রমুখ।