
দিনাজপুর প্রতিনিধিঃ ঈদ আসন্ন। সিয়াম সাধনার পাশাপাশী শুরু হয়েছে কেনা কাটা। তবে পোশাক কেনার ধুমে সবাই চাইছে একটু ব্যতিক্রম। নিজের পোষাক টা যেন হয় সবার থেকে আলাদা, অনন্য। তাই পোষাকের ক্ষেত্রে অনেকেরেই প্রথম পছন্দ কাপড় কিনে নিজের মনের মত নকশা তৈরী করা। এর জন্য ছুটছে সবাই টেইলারিং এর দোকানে।
দিনাজপুর শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় মানুষের ভীড়। দিনাজপুর শহরের মালদহপট্টিস্থ অঞ্জলী বুটিকস্ এন্ড টেইলার্সে দেখা যায় তরুনীদের উপচে পড়া ভীড়। এক তরুনীর পোশাকের মাপ নিচ্ছেন অঞ্জলী বুটিকস এর স্বত্বাধিকারী সম্পা সাহা মৌ। তিনি বলেন এবারের ঈদে মেয়েরা নিজের পছন্দ মত ডিজাইন ও নকশায় তৈরী পোষাক অর্ডার দিচ্ছেন। বিশেষ করে তানসি, পাখি, লংকামিজ, গাউন ফ্রগ, জিপসী এবং লেহেঙ্গা তৈরীর অর্ডারী বেশী দিচ্ছে। মেয়েদের পাশাপাশী অঞ্জলী বুটিকস এন্ড টেইলার্সে ছেলেরাও বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবাী তৈরীর অর্ডার দিচ্ছেন।