দিনাজপুর প্রতিনিধি ॥ বৃহস্পতিবার থেকে পার্বতীপুর-ঢাকা রেলপথে ঈদের দু’টি বিশেষ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রা শুরুর ৫দিন পূর্ব থেকেই এ দুটি ট্রেনের অগ্রিম টিকিট ক্রয় করা যাবে।
ঈদ উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রেলের পশ্চিমজোনে পার্বতীপুর-ঢাকা রেলপথে ২টি “বিশেষ ট্রেন” চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
“বিশেষ ট্রেন” ট্রেন দু’টি আগামী ৩ জুলাই থেকে যাত্রা শুরু করে ঈদের পূর্ব দিন এবং ঈদের দিন ও এর পরের দিন বিরতি দিয়ে পরবর্তী ৭ দিন চলাচল করবে। ট্রেনের ভাড়া অন্যান্য আন্তঃনগর ট্রেনের সমপরিমাণ।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেল স্টেশন মাষ্টার জিয়াউল আহসান জানান, রেলের পশ্চিমজোনে প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরকে সামনে রেখে ৯টি কোচ নিয়ে পার্বতীপুর-ঢাকা রেলপথে ‘বিশেষ ট্রেন’-১ ও ২ চলাচল করবে। ‘বিশেষ ট্রেন’- ১ ও ২ ট্রেনে আসন সংখ্যা ৭৫৬টি। এর মধ্যে প্রথম শ্রেণির ২৪টি ও শোভন সাধারণ শ্রেণি ৭৩২টি আসন রয়েছে। ‘বিশেষ ট্রেন’-২ প্রতিদিন সকাল ৬টা ৪৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকা পৌঁছাবে এবং ‘বিশেষ ট্রেন’-১ ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে বিকাল ৫টা ২০ মিনিটে ছেড়ে রাত ৩টায় পার্বতীপুর এসে পৌঁছাবে।
ট্রেন দু’টি ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়াল ব্রিজ, উল¬¬াপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও পূর্ব পাড়, মির্জাপুর, মৌচাক, জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে।