
মোহাম্মদ ওয়ারিস-উল-ইসলাম অলি, ষ্টাফ রিপোর্টার : দিনাজপুর জেলাধীন বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন এর বুড়িরহাট নামক স্থানে সূর্যমুখী একতা ক্লাবের আয়োজনে আফতাব উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন এ ব্যতিক্রমধর্মী এই আয়োজনটি বেশ সাড়া জাগাতে সক্ষম হয়েছে। ইউনিয়ন এর ৮টি ওয়ার্ড এর ইউপি সদস্যদের নেতৃত্বে ৮টি দল খেলায় অংশগ্রহণ করে। ১ম রাউন্ডে ৪টি দল জয়ী হয়ে সেমিফাইনালে উঠে। সেমিফাইনালে জয়ী হয়ে ৩নং ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ড ফাইনালে উঠে। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ১-০ গোলে ৬নং ওয়ার্ড ৩নং ওয়ার্ড কে পরাজিত করে।
ফুটবল খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন সূর্যমুখী একতা ক্লাবের সদস্য হরি সেন এবং আব্দুল মতিন এবং লাইন্স ম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অরুণ রায়, সাকিব এবং লাবু ইসলাম। খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব তইফুল ইসলাম তপু। দক্ষিণ রঘুনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
ব্যাপক জনপ্রিয় এই খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলাধীন বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ তোবারক আলী শাহ তাবার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সমাজসেবক কৃষিবিদ আব্দুল খালেক, আফতাব উদ্দিন আহম্মেদ ফাউন্ডেশন এর মহাসচিব জনাব মোঃ সাহাদাত হোসাইন, ৪ নং পাল্টাপুর ইউনিয়ন এর নবনির্বাচিত ইউ পি সদস্যবৃন্দ, মহিলা ইউপি সদস্যাবৃন্দ, দক্ষিণ রঘুনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৪ নং পাল্টাপুর ইউনিয়ন এর ছাত্রছাত্রীবৃন্দ, ৪ নং পাল্টাপুর ইউনিয়ন এর গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার আপামর জনসাধারণ।
টুর্নামেন্ট শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। খেলায় ব্যাপক জনসমাগম হওয়ায় উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করে। এই ধরনের প্রোগ্রাম পুরো বীরগঞ্জে ছড়িয়ে দেয়ার চেষ্টা অব্যাহত রাখার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।