দিনাজপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দূর্গা পূজার ছুটি শেষে রবিবার থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকাল ১০টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যান, শাখা প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রুটিন অনুযায়ী আজ থেকে সব বিভাগের ক্লাশ ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ্য, ঈদুল আযহা ও দূর্গা পূজা উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ১ অক্টোবর থেকে অফিস ছুটি শুরু হয়।