
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেন, পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বিভিন্ন প্রতিষ্ঠান, শপিং মল, ব্যাংক ও বড় মার্কেটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ঈদ ও পূজা উপলক্ষে রাজধানীর নিরাপত্তা নিয়ে আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বেনজীর আহমেদ বলেন, এবারের কোরবানির ঈদে চামড়া পাচার রোধে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। ঈদের পরের ৩দিন চামড়াবাহী কোনো ট্রাককে ঢাকার বাইরে যেতে দেয়া হবে না। তবে ঢাকার বাইরে চামড়াবাহী ট্রাক ঢাকায় আসতে দেয়া হবে। ঈদ ও পূজায় প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষ ঢাকা ত্যাগ করবেন। এ সময় তাদের বাসা-বাড়ি ও অফিস-আদালতের নিরাপত্তা পুলিশের নজরদারিতে থাকবে।
কমিশনার বলেন, ঈদে রাজধানীতে সিটি করপোরেশনের অনুমোদিত ২১টি কোরবানির পশুর হাট বসবে। এর বাইরে যাতে কোনো পশুর হাট না বসে তার জন্য সিটি করপোরেশনকে অনুরোধ করা হবে। গত বছরের মতো এবারও পুলিশ ও ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন শপিং মল ও কোরবানির পশুর হাটে জাল টাকা শনাক্তের মেশিন বসানো হবে। যানজট কমাতে কোরবানির পশুর হাটে নিয়ে আসা গাড়িগুলোতে হাটের নাম উল্লেখ করে ব্যানার রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
দুর্গপূজার সময় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে ২১৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব জায়গাতেও অতিরিক্ত পুর্লিশ মোতায়েন করা হবে। এছাড়া ৫৬৮টি স্থানে ৬৫২টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে এসব জায়গায় পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্বায়িত্বে থাকবেন।