বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঈদ স্পেশাল ২টি ট্রেন চলাচল করবে

দিনাজপুর প্রতিনিধি॥  ঈদে ঘরমুখো মানুষের বাড়ী যাওয়া ও কর্মস্থলে ফিরে যাওয়ার সুবিধার্থে রেলের পশ্চিম জোনের পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর রেলরুটে ২টি ঈদ স্পেশাল ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

ঈদ স্পেশাল ট্রেনটি আগামী ৩জুলাই থেকে ঈদের পুর্বদিন পর্যন্ত চলাচল করবে। ঈদের পরের দিন থেকে ৭দিন চলাচল করবে।

তবে ঈদের দিন ও ঈদের পরের দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেনের ভাড়া অন্যান্য আন্তঃনগর ট্রেনের সমপরিমাণ।

 

ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল ট্রেন-২ প্রতিদিন সকাল ৬টা ৪৫মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাবে এবং বিকেল ৩টা ৫০মিনিটে ঢাকায় পৌছাবে।

একইভাবে ঈদ স্পেশাল ট্রেন-১ ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে বিকেল ৫টা ২০মিনিটে ছেড়ে এসে রাত ৩টায় পার্বতীপুর রেলওয়ে জংশনে পৌছাবে।

 

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার জিয়াউল আহসান সাংবাদিকদের জানান, ঈদের আগে ও পরে ভীড় এড়াতে এবং যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ৯টি কোচ নিয়ে পার্বতীপুর-ঢাকা রুটে ঈদ স্পেশাল-১ ও ২ ট্রেন চলাচল করবে। পার্বতীপুর-ঢাকা রুটে ঈদ স্পেশাল-১ ও ২ ট্রেনে আসন রয়েছে ৭৫৬টি। এর মধ্যে প্রথম শ্রেণী ফ্লাট ২৪টি এবং শোভন সাধারন ৭৩২টি আসন রয়েছে।

 

পার্বতীপুর-ঢাকা রুটের ট্রেনটি যাত্রা পথে ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর,ঈশ্বরদী বাইপাস, মুলাডুলি, চাটমোহর, বড়াল ব্রীজ, লাহিড়ী মোহনপুর, উল¬াপাড়া, জামতৈল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, টাঙ্গাইল, মির্জাপুর, জয়দেবপুর, ঢাকা বিমান বন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে।

Spread the love