
দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের এই লীলাভূমিতে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষের সমান অধিকারের কথা উল্লেখ করে বলেছেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মালম্বি মানুষকে নিজ নিজ ধর্ম পালনে অবাধ স্বাধীনতার জন্যই নিজের জীবনকে উৎসর্গিত করেছিল। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার চেতনায় ধর্ম যার যার উৎসব সবার তা নিশ্চিত করেছেন। তাই এখন সকল ধর্মের মানুষ ঈদ, পূজা, বড়দিন সম্মিলিত ভাবে পালন করছে। উৎসবে কোন বাঁধা নেই। বর্তমান সরকার হতদরিদ্র মানুষদের উৎসব পালনে সরকারি ভাবে সহায়তা প্রদান করছে।
শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে দিনাজপুর সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে জাতিয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধায় দিনাজপুর সদর উপজেলার শশরা, আউলিয়াপুর, উথরাইল, শংকরপুর, আশরপুর, কমলপুর ইউনিয়ন ও দিনাজপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি আরো বলেন, উগ্র সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন লাখো মানুষের জন্ম হয়েছে। তাই এদেশে আর উগ্র সাম্প্রাদায়িক শক্তির উত্থান হতে দেয়া হবে না।
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সাথে ছিলেন, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, শহর আওয়ামীলীগের সভাতি মোঃ আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, কোষাধ্যক্ষ ফজলুর রহমান ফজলুসহ ইউনিয়ন ও শরের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।