সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

উজানের ঢলে বাড়ছে তিস্তায় পানি। হুমকির মুখে ভারত বাংলাদেশ সীমান্তে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাধটি

ডিমলা(নীলফামারী)ঃ ভারী বর্ষন ও পাহাড়ী ঢলে তিস্তা নদীতে পানি বাড়ছে। মঙ্গলবার সকাল ৬টায় থেকে নীলফামারীর তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার প্রবাহিত হচ্ছিল ৫২ দশমিক ৩২ সেন্টিমিটার। দশমিক ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এখানে বিপদসীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানায় উজানের ঢলে পানি বৃদ্ধির কারনে তিস্তা ব্যারাজের ৪৪টি জল কপাট খুলে রাখা হয়েছে। একই সুত্র মতে সকাল ৯টায় দশমিক ২ সেন্টিমিটার পানি কমেছে ডালিয়া পয়েন্টে।

এদিকে উজানের ঢলে নীলফামারীর ডিমলায় তিস্তার উজানে ভারত বাংলাদেশ সীমান্তে সেচ্ছাশ্রমে নির্মান করা যৌথ বাঁধটি ভা্গংনের সুষ্টি হয়ে হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে এলাকায় মাইকিং করে বাঁধটি রক্ষার চেষ্টা করছে স্থানীয়রা। বাধটি ভেঙ্গে গেলে  তিস্তা পাড়ের ২০ হাজার পরিবার হয়ে পড়বে পানিবন্দি। বাঁধটি নির্মানের ফলে ডিমলা উপজেলার ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের চড় খড়িবাড়ী গ্রামে চলতি বছরে বন্যায় ২০ হাজার পরিবারের লোকজন বন্যার কবল হতে রক্ষা পেত। কিন্তু বাঁধটি বালির হওয়ায় বর্তমান বর্ষা মৌসুমে প্রযোজনীয় পদক্ষেপ নিয়ে জিও টেক্রটাইল ও সিসি ব্লক ছাড়া বাঁধটিকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে। গত দু দিনে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় বাধটিতে ভাঙ্গন দেখা দিয়েছে।

Dimla বাঁধটি নির্মানের মূল উদ্যেক্তা টেপাখড়িবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ও আওয়ামঅলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম জানায়, এলাকার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বাঁধটি নির্মানের কাজ সম্পন্য হয়েছে। এখন বাঁধটি রক্ষা করা গেলে নীলফামারীর টেপাখড়িবাড়ী ইউনিয়নের একতার বাজার, চরখড়িবাড়ী, ঝিঞ্জির পাড়া, লালমনিরহাটে হাতিবান্ধা  উপজেলার সানিয়াজান, গুড্ডিমারী ও বাউরা ইউনিয়নের ২০হাজার পরিবার তিস্তার বন্যার পানি থেকে রক্ষা পাবে। ইতিমধ্যে এলাকায় মাইকিং করে ক্ষতিগ্রস্ত বাধটি রক্ষা করার চেষ্টা করা হচ্ছে।

তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা, জলঢাকা, লালমনিরহাটের কালিগঞ্জ, হাতিবান্ধা ও রংপুরের গঙ্গাচড়া উপজেলার নদী বেস্টিত চরগ্রামগুলো প্লাবিত হয়েছে বলে জানান জনপ্রতিনিধিরা।

Spread the love