
মো. জাকির হোসেন : উজান থেকে নেমে আসা ঢল আর ভারী বৃষ্টিতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তা নদীর পানি। বর্তমানে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপড় দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড বন্যা পূর্ভাবাস সর্তকীকরণ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী এস.এম আমিনুল রশীদ।
তিনি জানান, উজানের ঢল আর ভারী বৃষ্টির ফলে বুধবার ভোররাত থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। যা সকাল ৬টায় বিপদসীমার অতিক্রম করে ২৫ সেন্টিমিটার ওপড় দিয়ে প্রবাহিত হয়।
তবে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ৮ সেন্টিমিটার কমে বর্তমানে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপড় দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্যারাজের সবকটি (৪৪ টি) জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় তিস্তার অববাহিকায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।
এদিকে নদীর পানি বিপদসীমা অতিক্রম করলেও নদীর র্তীরবর্তি নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার অন্তত ৮টি ইউনিয়নের ১৫টি গ্রামে নদীর পানি প্রবেশ করায় সহ¯্রাধিক পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। তবে বেলা বাড়ার সাথে সাথে নদীর পানি কমায় ওই সব গ্রাম থেকে পানি নেমে যায় বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
নীলফামারী ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ জানান, উজানের ঢল আর বৃষ্টিপাতে মঙ্গলবার রাত থেকে নদীতে পানি বাড়তে থাকে। সকালে নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় ইউনিয়নের পূর্বছাতনাই ও ঝাড়সিঙ্গেরশ্বর মৌজা প্লাবিত হয়ে পড়ে। এতে ওউ দুই মৌজার অন্তত তিন শতাধিক পরিবারের মানুষ সামন্য পানি বন্দি হয়ে পরে।
একই উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান, তিস্তার পানি বাড়ার সাথে সাথে ইউনিয়নের চরখড়িবাড়ি গ্রাম প্লাবিত হয়। এতে ওই গ্রামের অন্তত ৫ শতাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়ে।
এসম ওই গ্রামের স্বেচ্ছাশ্রমে নির্মিত একহাজার মিটার দীর্ঘ বালির বাঁধের অন্তত একশত মিটার পানির তোড়ে ধ্বসে গেছে। বাঁধটি রক্ষার জন্য এলাকাবাসী বালুরবস্তা ফেলে বাঁধটি রক্ষার চেস্টা চালিয়ে যাচ্ছে।