সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

উত্তপ্ত পৃথিবীকে শান্ত করতে হলে বৃক্ষরোপন কর্মসুচী অব্যাহত রাখতে হবে–খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মো. শামসুল আলম, ষ্টাফ রিপোর্টার, বোচাগঞ্জ ॥ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, একটি দেশের ভারসাম্য রক্ষায় যে পরিমাণ বনাঞ্চল থাকা প্রয়োজন সে পরিমাণ বনাঞ্চল আমাদের নেই। তাই উত্তপ্ত এ পৃথিবীকে শান্ত করতে হলে বৃক্ষরোপন কর্মসুচী অব্যাহত রাখতে হবে।

রবিবার দুপুর ১২টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে সবুজ বোচাগঞ্জ আন্দোলন উপলক্ষে সেতাবগঞ্জ বড়মাঠে অনুষ্ঠিত বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সৃষ্টি করে আমাদের সোনার বাংলাকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে একটি চক্র।এই চক্রটি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সৃষ্টি আমাদের উন্নয়নের বাধা হতে চায়। তাই আমাদের এক একটি গাছ হবে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিরব প্রতিবাদ।

তিনি আরও বলেন, বাংলাদেশ যখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় এদেশকে একটি ব্যার্থ রাষ্ট্র বানানোর জন্য দেশী ও বিদেশী অপশক্তিরা ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বন কর্মকর্তা নীরঞ্জন রায় প্রমুখ।

এ সময় ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
k 2
সভা শেষে ৫হাজার শিক্ষার্থীর মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ অনুষ্ঠানের পূর্বে উপজেলার ৩নং-মুর্শিদহাট ইউনিয়নের জালগাও মোড় থেকে বাজুনিয়া যাত্রী ছাউনি পর্যন্ত ২কিঃমিঃ রাস্তার দু-পাশে শোভা বর্ধনকারী জারুল গাছের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন।