দিনাজপুর প্রতিনিধি : গতকাল শনিবার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নে উত্তর গোসাইপুর গ্রামে রহিমার বাড়ীর উঠানে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দিনাজপুর ইউনিট এর আয়োজনে এবং সোসাইটি ফর উদ্যোগ সংস্থার সহযোগিতায় মানবাধিকার সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্লাস্ট দিনাজপুর ইউনিটের প্যানেল ল’ইয়া এ্যাডঃ কহিনুর চিস্তি। বাল্য বিবাহ, যৌতুক নিরোধ আইন,নারী ও শিশু নির্যাতন আইন ,পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ইভটিজিং, সম্পত্তি অধিকার আইন, দেন মোহর ইত্যাদি নিয়ে আলোচনা করেন জেলা প্রকল্প কর্মকর্তা এ্যাডঃ খুরশিদা পারভীন জলি। সভা পরিচালনা করেন প্যারা লিগ্যাল ফরজানা ফারহিন। উক্ত সভায় ৫০ জন পিছিয়ে পড়া নারী অংশগ্রহণ করেন।
উত্তর গোসাইপুর গ্রামে ব্লাস্টের মানবাধিকার সভা অনুষ্ঠিত
Please follow and like us: