
রীনা চৌধূরী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে উদ্বোধন না করেই বোরো সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ধান যেমনই হোক না কেন বস্তা প্রতি ১শ টাকা পিসি দিলেই ঢুকবে ধান। গতকাল বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার ফকিরগঞ্জ খাদ্য গুদামে ৩শ ৩৩ মেঃ টন বোরো ধান উদ্বোধন ছাড়াই সংগ্রহ কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংগ্রহ অভিযানের খবর পেয়ে উপজেলার ছোটদাপ গ্রামের জনৈক সহিদুল ইসলামের স্ত্রী কৃষাণী মোছাঃ মসলিমা বেগম ২৫ বস্তা বোরো ধান নিয়ে ফকিরগঞ্জ খাদ্য গুদামে হাজির হলে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিফ রেজা ঐ কৃষাণীর ধান গুদামে সরকারী দরে দিতে হলে নানা নিয়ম বাতলে দেয়। একপর্যায় তিনি ঐ কৃষাণীর কাছে বোরো ধানের বস্তা প্রতি ১শত টাকা করে সম্মানী দাবী করেন। কৃষানী অভিযোগ করেন তার দাবী মেটাতে না পারায় তিনি তার ধান গুদামে ঢুকাতে পারেননি। ধান নিয়ে গুদামেই দাড়িয়ে আছেন ঐ কৃষানী। এ দিকে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলিফ রেজার সাথে কথা বললে তিনি জানান, ধান না ঢুকালে আমার চাকরী থাকবে না তাই আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই তড়িঘরি বোরো সংগ্রহ করা হচ্ছে। আর ধান ঢুকলেই অনেক টেবিলে পিসি দিতে হয় তাই একটু খরচ নিতেই হয়। এদিকে কৃষকদের কার্ড ও নাম ব্যবহার করে সরকার দলীয় উচু পর্যায়ের নেতা, সরকারী কর্মকর্তা ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগনের সাথে দফারফায় এলাকার চিহ্ণিত ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে গম সংগ্রহ অভিযান ইতোমধ্যে শেষ করতে না করতেই আবারো একই কায়দায় বোরো সংগ্রহের পায়তারা চালাচ্ছে। উপজেলার কৃষকদের দাবী গমের পরে বোরো ধানের বেলাতেও একই অবস্থা চলতে থাকলে প্রকৃত কৃষকরা না খেয়ে মারা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের তদন্ত পূর্বক জরুরী হস্তক্ষেপ কামনা করে।