শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

উদ্যেক্তা হিসেবে আরও এগিয়ে যেতে চায় আরেফিন

Thak Arifin 00জীবনে সফলতা লাভ করা এমন কোন কঠিন কাজ নয়। দৃঢ় মনোবল নিয়ে কঠোর পরিশ্রম করে, লক্ষ্যটাকে স্থির রেখে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমেই আসে সফলতা। এমনটাই মনে করেন ঠাকুরগাঁওয়ের মেধাবী শিক্ষার্থী শারিফ আরেফিন।
তার জন্ম-২রা মে, ঠাকুরগাঁওয়ে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজে থেকে কিছু করার। সেই স্বপ্নের হাত ধরেই ২০০৯ সালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে যোগ দেন নটর-ডেম কলেজে। উচ্চমাধ্যমিক এর গণ্ডি পেরিয়ে ২০১১ সালে ভর্তি হন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
২০১১ সালে উদ্যোক্তা হিসেবে প্রথম যাত্রা শুরু করেন তিনি। নানা রকম প্রতিকুলতার মধ্য দিয়ে চলতে থাকে তাঁর এই পথচলা। হয়তো একজন সফল উদ্যোক্তা হবেন বলেই এত প্রতিকুলতার পরও থেমে থাকেনি তাঁর চেষ্টা। কঠোর পরিশ্রমের মাধ্যমে একটু একটু করে সাজিয়েছেন তাঁর স্বপ্নকে। নিজের প্রচেষ্টায় শিখেছেন পিএইচপি, এইচটিএমএল, জাভাসিক্রিপ্ট, অ্যান্ড্রইড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েব ডেভেলপিং সহ নানা ধরনের কাজ।
২০১৪ সালেটেক সলউশন আয়োজিত প্রোগ্রামিং প্রতিযোগিতায় অর্জন করেছেন প্রথম পুরস্কার। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বললেন আরেফিন আমাদের তরুণ সমাজের জন্য একজন আদর্শ। শুধু নিজের কথাই ভাবেননি তিনি। তরুণ সমাজকে স্বাবলম্বী হবার স্বপ্ন দেখানোর একজন সফল মানুষ শারিফ আরেফিন। ব্যক্তিগত প্রচেষ্টায় তিনি তাঁর আশে-পাশের অনেককে শিখিয়েছেন এইসব কাজ। তাঁদের করে তুলেছেন স্বাবলম্বী।
আরেফিন নিজের জীবনে আত্মপ্রচেষ্টায় নিজেকে নিয়ে দাঁড় করিয়েছেন একজন সফল উদ্যোক্তার জায়গায়। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছেন। তাঁর কাছে তাঁর স্বপ্ন কি জানতে চাওয়া হলে বলেন, আমি প্রতিটি তরুণকে স্বনির্ভর হিসেবে দেখতে চাই। দেখতে চাই এমন একটা দিন যেই দিন বেকারত্বের অভিশাপ আমাদের সমাজকে আর অভিশপ্ত করতে পারবে না।

Spread the love