তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে যে সহিংসতা হয়েছে, তা সহনীয় পর্যায়ে ছিল বলে মমত্মব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।
গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তৃতীয় ধাপের নির্বাচনে যে সহিংসতার খবর তারা পেয়ছেন, তা বিচ্ছিন্ন ঘটনা।
এই কমিশনার দাবি করেন, প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনী মোতয়েন ছিল বলে সহিংসতা কম হয়েছে। তবে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরো বাড়ানো হবে বলে জানান শাহনেওয়াজ।
Please follow and like us: