
মোঃ ইউসুফ আলী দিনাজপুর : ভূমিহীনদের ভূমি অধিকার প্রতিষ্ঠায় উপজেলা পর্যায়ে ভূমি ও তথ্য অধিকার বিষয়ক সমাবেশ ও সুশীল সমাজ-সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান সম্পান্ন হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ভূমি সমন্বয় কমিটির আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহযোগিতায় ভূমিহীনদের ভূমি অধিকার প্রতিষ্ঠায় উপজেলা পর্যায়ে ভূমি ও তথ্য অধিকার বিষয়ক সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (সদর) মোঃ আব্দুর রহমান। সিডিএ উপজেলা সমন্বয় কমিটির সভাপতি মোঃ এনামুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, সিডিএ’র জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা তারা মিয়া, সাংবাদিক আরিফুল আলম পল্লব, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি ফটো সাংবাদিক মোঃ ইউসুফ আলী, সাংবাদিক আবু সাঈদ মোহাম্মদ হাসনাইন, শ্রী হরিশ চন্দ্র রায় ও হেম্র বালা প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী কামরুন নাহার। আলোচনা সভা ও মত বিনিময় শেষে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।