
দলের উপদেষ্টা পরিষদের বৈঠকে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার রাত ৯টা ১০ মিনিটে খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আগামী ১১ নভেম্বর দলের ভাইস চেয়ারম্যান ও যুগ্ম-মহাসচিব এবং ১৩ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা ও আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
সরকার পতন ও মধ্যবর্তী নির্বাচন নিয়ে আন্দোলনে মাঠ তৈরির লক্ষ্যে সারা দেশে জনসমাবেশ ধারাবাহিকভাবে সমাবেশ করছেন খালেদা জিয়া। এর অংশ হিসেবে আগামী ১২ নভেম্বর কিশোরগঞ্জ এবং ২৯ নভেম্বর কুমিল্লায় জনসমাবেশ করবে বলে দলের একটি সূত্র নিশ্চিত করেছেন।