
আব্দুর রাজ্জাক : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বর্তমান বাংলাদেশের জন্ম বঙ্গবন্ধুর নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধাদের হাত দিয়েই৷ তাঁরা আমাদের বর্তমান অভিভাবক হিসেবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে৷ তিনি দিনাজপুর সদর-৩ আসনের উন্নয়নের ধারা উলেখ করে বলেন, গত ৬ বছরে ১৩’শ কোটির উন্নয়রে মধ্যে শুধুমাত্র উপশহরেই প্রায় ৮০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে৷ এই উন্নয়ন আগামীতে অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷
২৮ মার্চ শনিবার রাতে দিনাজপুর শহরের ৫নং উপশহর মাঠে সমাজকল্যাণ সমিতি আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অণুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে সমাজকল্যাণ সমিতির সভাপতি মো. তারেজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রুহুল আমিন, দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল৷ এছাড়াও সমিতির যুগ্ম সা. সম্পাদক আব্দুল কুদ্দুস’র উপস্থাপনায় শুচ্ছো বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. রশিদুল আলম শাহীন৷ বক্তব্যের শুরুতে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধাদের প্রতি সস্মান জানিয়ে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন৷ এছাড়াও অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের পূর্বে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ৷