বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

উৎপাদন খরচ না ওঠায় বোদায় পেঁয়াজ চাষিরা দিশেহারা

নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ

উৎপাদন খরচের চেয়ে বাজার মুল্য কম থাকায় লোকসান গুনছে বোদা উপজেলার পেঁয়াজ চাষিরা। উৎপাদন খরচের ৭০ শতাংশও ঘরে তুলতে না পারায় দিশেহারা এখন তারা। পেঁয়াজ তোলার ভরা মৌসুমে কম মুল্যে পেঁয়াজ আমদানিকেই দায়ী করছেন কৃষকরা। পেঁয়াজ লাগানোর সময় বীজের দাম,সারের দামবৃদ্ধি,সেচ ও শ্রমিক খরচ বেশি থাকার কারণে চড়া সুদে মহাজনের কাছে টাকা নিয়ে বর্গা জমিতে এক মণ পেঁয়াজ  উৎপাদন করতে আটশ টাকার বেশি খরচ হয়ে যায়। বাজারে নিলে ৪০০ থেকে ৫০০টাকার বেশি দাম পায়না। দুমাস আগেও এক মণ পেঁয়াজের দাম দেড় থেকে দুহাজার টাকা পর্যন্ত ছিল। উপজেলায় মুড়িকাটা,দানা পেঁয়াজ ও চারা পেঁয়াজ আবাদ হয়ে থাকে। অক্টোবর মাসের শেষ দিক থেকে মুড়িকাটা পেঁয়াজ রোপন শুরু করে নভেম্বর মাসে ১৫ তারিখ পর্যন্ত আবাদ চলে। জানুয়ারী মাসের শেষ সপ্তাহ থেকে কৃষকরে ঘরে পেঁয়াজ ওঠা শুরু হয়। এর মধ্যে এই অঞ্চলে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয় সবচেয়ে বেশি। ফলন তুলনামুলক ভালো হয়। দানা ও চারা পেঁয়াজ আবাদ শুরু হয় ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। দানা ও চারা থেকে আবাদ করা পেঁয়াজ মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে তোলা শুরু হয়। দানা ও চারার পেঁয়াজ সংরক্ষণ করা গেলেও মুড়িকাটা পেঁয়াজ সংরক্ষণ করা যায়না। ফলে মুড়িকাটা পেঁয়াজ জমিতে তোলার সাথে সাথে তা বিক্রি করে দেওয়ায় কৃষকরা ন্যায্য মুল্য পায়না। মাড়েয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক আবুল ফজল জানান, কৃষকদের উৎপাদিত পেয়াজ ঘরে উঠলেই বাজার দর কমে যায়। অন্য দেশের পেঁয়াজে বাজার সয়লাব হয়ে যায়,একারণেই আমাদের লোকসান গুনা ছাড়া কোন উপায় থাকেনা। আমাদের উৎপাদিত পেঁয়াজ বিক্রি করা শেষ হয়ে গেলেই আবার বাজার দর বাড়তে থাকে। এরকম চলতে থাকলে এই অঞ্চলের চাষিরা পেঁয়াজ চাষে আগ্রহ হাররেয় ফেলবে। সদর ইউনয়নের সুতারপাড়া গ্রামের কৃষক ময়েন উদ্দীন জানান,তিন বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করে লোকসান ৩০ হাজার টাকা। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়,এবার উপজেলায় ব্যাপক হারে পেঁয়াজ আবাদ হয়েছে। কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।

Spread the love