
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, আমাদের সন্তানকে সু-শিক্ষাই শিক্ষিত করতে পারলে মাদকমুক্ত এইচআইভি-এইডস মুক্ত দেশ গড়া সম্ভব। বাংলাদেশ বর্তমানে এইচআইভিতে নতুন ভাবে সংক্রামিত হয়েছে ৩৭০জন। এইডস আক্রান্ত হয়েছে ৯৫ জন। ২০১৩ সালে এইডসে মারা গেছে ৮২ জন। এ পর্যন্ত এইচআইভি এবং এইডস রির্পোটেড কেস ৩২৪১টি। এ পর্যন্ত এইডস’এ আক্রান্ত হয়েছে ১২৯৯জন। এ পর্যন্ত মারা গেছে ৪৭২ জন।
গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রামের তত্বাবধানে এবং সেভ দা চিলড্রেনের সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয়, আসক্ত পূর্ণবাসন সংস্থা (আপোস) কোয়র বাংলাদেশ কনসোটিয়াম এর আয়োজনে এবং দি গ্লোবাল ফান্ডের অর্থায়নে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক্সপান্ডিং এইচআইভি প্রিভেনশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সুঁইয়ের মাধ্যমে নেশা গ্রহণকারীদের জন্য অত্যাবশ্যকীয় ঝুঁকি নিরসন কার্যক্রম নিয়ে মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সিভিল সার্জন ডাঃ মোঃ মোসায়ের-উল-ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ দিদারুল ইসলাম ও মাদম দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ শাহনেওয়াজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আপস সংস্থার প্রজেক্ট ম্যানেজার এসএম আব্দুল্লাহ আল রেজা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আপসের টেকনিক্যাল অফিসার মোঃ বনী আমীন খান। মুক্ত আলোচনা করেন ডাঃ মাসতুরা বেগম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী তারেকুজ্জামান তারেক, আরডিআরএস এর গোলাম আজম নূর প্রমুখ।