সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এমপি গোপাল

ফজিবর রহমান বাবু ॥ ২০১৬ সালের এইচ.এস.সি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বীরগঞ্জ-কাহারোলসহ সারা দেশের সকল ছাত্র-ছাত্রীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ১৮ আগষ্ট বৃহস্পতিবার এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, কৃতি শিক্ষার্থীরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আজকের এই কৃতি শিক্ষার্থীই আগামী দিনে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই এসব শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে মননশীল ও পরিশ্রমী হয়ে গড়ে উঠতে হবে। বর্তমান বাংলাদেশে যে জঙ্গী সমস্যার উদ্ভব হয়েছে, প্রকৃত জ্ঞান অন্বেষনের মাধ্যমে এই সংকট থেকে জাতিকে মুক্ত করতে হবে।