শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

‘এইচ টি ইমাম আ.লীগের ইমাম’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এইচ টি ইমাম আওয়ামী লীগের ইমাম। কারন তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ছিলেন।’

তিনি বলেন, ‘ইমামের নির্দেশেই প্রহসনের নির্বাচন সম্পন্ন হয়েছে। তার বক্তব্যে নির্বাচন নিয়ে সব জারিজুরি ফাঁস হয়ে গেছে।’

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব বিপর্যস্ত করতে অনেক আগে থেকেই তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপির এ মূখপাত্র বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এই ষড়যন্ত্র শুরু হয়েছে জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে। এর ধারবাহিকতায় ১/১১ প্রেক্ষাপটে তাকে (তারেক রহমান) মিথ্যা মামলায় কারাগারে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে।  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অসংখ্য নেতাকে কারগারে নেওয়া হয়েছে।’

তারেক রহমান ক্ষুধাহীন দারিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি সেই রাজনীতির চর্চা শুরু করেছিলেন। দেশের রাজনীতিতে তিনিই প্রথম রাজনীতিবিদ যিনি প্রতিপক্ষ দলের নেতার জন্মদিনে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের ভবিষ্যত নিয়ে আগাম চিন্তা  ভাবনা শুরু করেছেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, ‘এখন কঠিন সময়, পরীক্ষার সময়। আন্দোলন নয়, সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। এ সংগ্রাম বিএনপির ক্ষমতায় আসার জন্য নয়, বরং দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য।’

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও উত্তারাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ টুকু,  আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান, সহ-সভাপতি নাজমুল হাসান, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, চিত্র নায়ক আশরাফ উদ্দিন উজ্জল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Spread the love