মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

এই প্রথম ধুমকেতুর বুকে অবতরণ করল মহাকাশ যান রোসেটা

পৃথিবী থেকে ৫০ কোটি কিলোমিটার দূরে এক ধুমকেতুর বুকে মানুষের তৈরি একটি মহাকাশ যান এই প্রথম অবতরণ করে ইতিহাস সৃষ্টি করেছে। আর ইতিহাস সৃষ্টি করা সেই মহাকাশ যানটির নাম রোসেটা।
ইওরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা বলছেন, এর আগে ল্যান্ডারটিকে সৌরজগতে ১০ বছর পরিভ্রমণ করতে হয়েছে। ফিলি নামে এই ল্যান্ডারটি বরফে তৈরি ধূমকেতুর ওপর অবতরণ করার পর বিজ্ঞানীরা তার পাঠানো সঙ্কেতও পেয়েছেন। যে ধূমকেতুর বুকে এই মহাকাশ যান অবতরণ করেছে তার নাম সিক্সটি সেভেনপি চুরিউমভ-গেরাসিমেনকো। ওই ধূমকেতুটির বয়স অন্তত ৪০০ কোটি বছর এবং অবতরণযানটি যেখানে নেমেছে সেই জায়গাটি বরফ আর ধূলোর আস্তরণে ঢাকা।
ইউরোপিয়ান স্পেস এজেন্সির মহাকাশ যান রোসেটা মিশনের একজন বিজ্ঞানী ড. মেরিনা গারল্যান্ড বলছিলেন, এটা একটা খুবই ঝুকিপূর্ণ প্রক্রিয়া। আমরা জানি না যে ধূমকেতুর উপরিভাগ ঠিক কি দিয়ে গঠিত। এটা যদি শক্ত বরফের তৈরি হয়, তাহলে ধূমকেতুটির মাধ্যকর্ষণ শক্তি খুবই দুর্বল হওয়ার কারণে অবতরণ যানটি মাটি স্পর্শ করার সাথে সাথে আবারো ছিটকে মহাশূন্যে উঠে যেতে পারে। আর যদি নরম তুষারের মতো কিছু দিয়ে তৈরি হয়, তাহলে অবতরণ যানটি ডুবে যেতে পারে।’
এদিকে বিজ্ঞানীরা এখন অপেক্ষা করছেন কখন তারা ওই অবতরণ যান থেকে তোলা ছবিগুলো পাবেন। মনে করা হচ্ছে, সেই সব ছবিতে দেখা যাবে ধূমকেতুর উপরিভাগের এক অদ্ভূত দৃশ্য – গভীর খাদ এবং বরফের শৃঙ্গ।
আশা করা হচ্ছে, এই অভিযান থেকে জানা যাবে কী ধরণের মৌলিক উপাদান দিয়ে আমাদের এই মহাবিশ্ব বা সৌরজগত গঠিত হয়েছে। সূত্র: বিবিসি বাংলা

Spread the love