
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বর্তমান পরিস্থিতিতে দেশের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আজ স্বাধীনতা নেই। গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার নেই। আমি কথা বলতে পারি না, লিখতে পারি না। আজকে সভা করতে হলে ঘরের মধ্যে সভা করতে হয়, বাইরে গিয়ে সভা করতে পারি না। গণতন্ত্র নেই। এই সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে।’
মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘সহবস্থান, পরমত সহিষ্ণু ইতিবাচক ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে আগামী দিনের জাতীয় নেতৃত্ব বিকাশে ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।
ফখরুল বলেন, ‘সরকার এখন মিথ্যাচার করছে। কিন্তু আমরা বারবার জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছি, কাজ করেছি। তাবেলা হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে প্রস্তাব দিয়েছিলাম, জাতীয় করভেনশন ডাকা উচিত সরকারের। যাতে সমস্ত রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টা জঙ্গিবাদকে রুখে দেবে, সমূলে উদ্ঘাটন করবে। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি।’
শরীফকে অভিজিৎ হত্যার আসামি করে ধরা হয়েছিল। আজকের পত্রিকায় এসেছে, সে শরীফ নয়, সেটা মাসুদ রানা। ..এবং তাকে চার মাস আগে গ্রেপ্তার করা হয়েছে। এতদিন আটকে রাখা হয়েছিল। তারপর তাকে হত্যা করা হয়েছে। সে এসএসসিতে জিপিএ ৫, এইচএসসিতে জিপিএ ৫ পাওয়া ছেলে। এরপর ফাহিমকে হত্যা করা হলো। কেন তাকে রিমান্ডে নিয়ে গুলি করে মারলেন? প্রত্যেকটি গুপ্তহত্যার আসামি বলে চিহ্নিত করে যাদের ধরা হচ্ছে, তাদের ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করা হচ্ছে। কেন? আপনারা আসল সত্য গোপন করছেন। আর বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয় সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবে, এটা প্রত্যাশা ছিল। কিন্তু দুর্ভাগ্য সেই রামও নেই, অযোদ্ধাও নেই। সময় পালেট গেছে। ছাত্র রাজনীতির ধরনও পাল্টেছে। তারপরেও এই ছাত্রদেরই এগিয়ে আসতে হবে। জাতির সবচেয়ে বিপদের সময়ে এই তরুণ, যুবকদেরই এগিয়ে আসতে হবে। অতীতে নেতৃত্ব দিয়েছে, এখনো দিতে হবে।’
ভাষা আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এদেশে গণতান্ত্রিকভাবে যা কিছু অর্জন ঢাকা বিশ্ববিদ্যালঢের ছাত্রদলের নেতৃত্বেই তা হয়েছে।
প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘২২ বছর ডাকসু নির্বাচন হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখনও বসে আছে কেন? তারা ডাকসু নির্বাচনের জন্য আন্দোলন করছে না কেন? উপাচার্যকে কেন বাধ্য করছে না নির্বাচন দিতে? কেন বিরোধী দলের ছেলেরা ভিন্নমতদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয় না? এর প্রতিবাদ করতে হবে। নিজদের অধিকার আদায় করতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাদা দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী।