
জয়ের ধারা অব্যাহত রেখে এএইচএফ কাপ অনূর্ধ্ব ২১ হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আসরে নিজেদের ৩য় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ওমানকে ৭-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। এ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ হকি দল। এর আগের ম্যাচে থাইল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে শ্রীলঙ্কা। খেলার শুরু থেকেই ওমানকে চেপে ধরেছিল স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের ১৬ মিনিটে পাওয়া ১ম পেনাল্টি কর্নার থেকে গোল করেন খোরশেদ। এর ৪ মিনিট পরেই বেলালের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কৌশিক।
ম্যাচের ২৩ মিনিটে গোল করে ব্যবধানটা ৩-০ তে পরিণত করেন মিলন। এরপর ম্যাচের ৩০ ও ৩৫ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করে ৫-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের গুছিয়ে নিতে থাকে ওমান। কিন্তু ম্যাচের ৫০ মিনিটে কৌশিকের পাস থেকে ম্যাচের ৬ষ্ঠ গোল করেন অধিনায়ক সরোয়ার। এরপর খেলা শেষ হবার ৭ মিনিট আগে মিলনের পাস থেকে গোল করে ওমানকে ৭-০ গোলের ব্যবধানে হারের লজ্জায় ডোবান রকি।