বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

একজন নূরুল হক বাবু এবং বীরগঞ্জ সমিতি!

এক রিক্সাওয়ালা সারাদিন ঢাকা শহরে রিক্সা চালিয়ে দিনশেষে ঠাঁয় দাঁড়িয়ে থাকতো মোহাম্মদপুরের তাজমহল রোডের বঙ্গবন্ধু স্কুলের মাঠের কোনায়। বাড়ি তার বীরগঞ্জ। মাঠের পূর্ব কোণে নূরুল হক বাবুর বাসা।  বীরগঞ্জের কয়েকজন ছেলে নিয়ে নূরুল হক বাবু ঐ বাসায় ভাড়া থাকতো। রিক্সাওয়ালার প্রতিদিনের অপেক্ষা নূরুল হক বাবুর জন্য! একদিন জিজ্ঞেস করলাম – বাবুর কাছে তোমার কী প্রয়োজন? আস্তে আস্তে বলল- উনার কাছে প্রতিদিন কিছু কিছু করে টাকা জমা রাখি। বাড়ি যাওয়ার সময় টাকাগুলো নিয়ে গিয়ে বাড়িতে কিছু কাজ করি। বললাম – বাবুর কাছে জমা না রেখে তুমি তো অন্যভাবেও টাকা জমাতে পারো। রিক্সাওয়ালার চটজলদি উত্তর – উনি আসলে একটা কঠিন ভরসার জায়গা! আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে একনাগাড়ে বলতে থাকলো – “আমার যে কি উপকার হ‌ইছে উনার কাছে টাকা জমা করি! উনি তো শুধু আমার টাকাটা জমায় রাখে না! আমাকে যে কত রকমের পরামর্শ দেয়!”
বাবু শুধু যে ঢাকা শহরে রিক্সা চালানো বীরগঞ্জের সেই রিক্সাওয়ালার ভরসার জায়গা ছিল তা নয়! বাবু ছিল ঢাকায় বসবাসরত বীরগঞ্জের অসংখ্য ছেলেমেয়েদের ভরসার জায়গা! আমার চোখ দিয়ে দেখা, ঢাকায় পড়তে আসা বীরগঞ্জের ছেলেমেয়েদের জন্য বাবু কি না করেছে! শুধু পড়তে আসা ছেলেমেয়েদের কথা বললেও ভুল হবে – এমন কোন মানুষ নেই যিনি বাবুর কাছে কোন সহযোগিতা চেয়ে নিরাশ হয়েছেন! ঢাকায় বসবাসরত যে কেউ যে কোন বিপদে পড়লে বাবু সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে! সবসময় সে তার সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে! পেরে না উঠলে শেষমেষ বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে! ব্যাচেলর জীবনে তার তাজমহল রোডের বাসাটা ছিল একপ্রকার ” বীরগঞ্জ হাউস”! আমার‌ও যে কত রজনী কেটেছে বাবুর তাজমহল রোডের সেই ” বীরগঞ্জ হাউস” এ – হিসেব নেই! স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে চিকিৎসা, মামলা মোকদ্দমা, রাজনৈতিক, প্রশাসনিক – যে কোন কাজে – “কুন্ঠে উঠিবু – নূরুল হক বাবু”! অবশ্য এখনো সে অসহায় মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি এবং আবাসন সমস্যা নিয়েই কাজ করে চলেছে!
আমার দেখা মতে, মানবিক গুণাবলীর সবগুলো বৈশিষ্ট্য‌ই রয়েছে আমাদের নূরুল হক বাবুর মাঝে! আমার নিজের কথাই বলি। আমার একমাত্র ছোট বোনের অপারেশনে রক্তের প্রয়োজন। কোথাও না পেয়ে নূরুল হক বাবুকে ফোন করলাম। মাত্র ঘন্টা দুয়েক এর মধ্যে দুইজন এসে হাজির কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালের দরজায়। পুরো মোহাম্মদপুর জুড়ে রয়েছে ওর এক বিশাল স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। যারা নিয়মিত মুমূর্ষু রোগীর রক্তের যোগান দেয়। ইদানিং বীরগঞ্জে অনেক রক্তদাতা সংগঠন চোখে পড়ে। কিন্তু নূরুল হক বাবু যে সেই ১৯৯৬ সন থেকে একাই এক মানবিক সংগঠন!
শুধু রক্তদান কেন! শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সর্বোপরি অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মতো মানবিক কাজগুলোর পরিকল্পনা এবং বাস্তবায়নে তার যে ভূমিকা – সত্যিই শিক্ষনীয়! একটি অরাজনৈতিক, সামাজিক এবং সেবামূলক সংগঠনের রূপ আসলে কেমনটা হ‌ওয়া উচিত- সেটা নূরুল হক বাবু মাত্র কয়েক দিনের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদানের সুন্দর এক পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছে! আমি ব্যক্তিগতভাবে তার এমন মহতী পরিকল্পনার ভূয়সি প্রশংসা করি!
ঈদে বাড়ি গিয়ে দেখলাম তার আর এক অসাধারণ উদ্যোগ! আমি বিস্তর বিশ্লেষণ খোঁজা মানুষ ন‌ই! শুধু এটুকু বুঝি, বীরগঞ্জ সমিতির তিনজন প্রয়াত উপদেষ্টার স্মরণে দুই দুটো ম্যাচ উদযাপন – অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ! আমি এ জায়গাতেও তাকে অনন্য অসাধারণ মনে করি! এ ক্ষেত্রে শুধু অসহযোগিতাটা ছিল আমাদের!
নূরুল হক বাবু – বরাবর ঢাকাস্হ বীরগঞ্জ সমিতির এক নির্লোভ সুহৃদ! প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি সে বিনয়ের সাথে পদ পদবী কে এড়িয়ে চলেছে। কিন্তু সত্যিকার অর্থে বরাবর সে থেকেছে বীরগঞ্জ সমিতির নেপথ্য কারিগর হয়ে! এটা ধ্রুব তারার মতো সত্যি যে, নূরুল হক বাবুর উপস্থিতি ছাড়া বীরগঞ্জ সমিতির জৌলুস ছড়ানো যে বেশ কষ্টকর! তবুও বাস্তবতা তো মেনে নিতেই হবে!
আজ ৪সেপ্টম্বর ২০২৩ রোজ সোমবার দিবাগত রাতে বীরগঞ্জ সমিতির এই প্রিয়জন সপরিবারে উড়াল দিচ্ছে সুদূর অষ্ট্রেলিয়ার পথে! বীরগঞ্জ সমিতি সর্বদাই তার মঙ্গল কামনা করে! পাশাপাশি আজীবন স্মরণ করবে সমিতির প্রতি তার অসামান্য অবদানের কথা! বীরগঞ্জ সমিতি মনে করে,বীরগঞ্জ সমিতি এবং নূরুল হক বাবু এক অবিচ্ছেদ্য অংশ! বীরগঞ্জ সমিতি আশা করবে, নূরুল হক বাবু যেখানেই থাকুক – বীরগঞ্জ সমিতির সাথেই থাকবে; বীরগঞ্জ সমিতির পাশেই থাকবে!
শুভ হোক নূরুল হক বাবুর এই স্বপ্নের যাত্রা!
সফল হোক তার আগামীর পথচলা!
লেখক- মোঃ হুমায়ন কবির
      সহ-সভাপতি
ঢাকাস্হ বীরগঞ্জ সমিতি
Spread the love