শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

একদিনের ব্যবধানে আবারও এসিড সন্ত্রাসের শিকার হলেন এসিড দগ্ধ মোরশেদার দেবর

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রম্নহুল আমিন প্রধান : দিনাজপুরের হাকিমপুরের দক্ষিন মাধবপাড়া (বালুপাড়া) গ্রামে এক দিনের ব্যবধানে আবারও এসিড সন্ত্রাসের শিকার হলেন মোরশেদার দেবর জাকারিয়া (২২)। সে ওই গ্রামের কুদ্দুস আলীর ছেলে। এর আগের দিন তার ভাবি (বড় ভাইয়ের স্ত্রী) মোরশেদা বেগম একই বাড়িতে এসিড দগ্ধের শিকার হন। একদিনের ব্যাবধানে একই পরিবারের দেবর ও ভাবির এসিড দগ্ধের ঘটনায় এলাকা বাসির মাঝে এসিড আতঙ্ক বিরাজ করছে। জাকারিয়া আলী জানান, তিনি মঙ্গলবার রাত ৮ টারদিকে বাড়ির সীমানা প্রাচির সংলগ্ন নলকুপে হাত মুখ ধুতে যান। এসময় সীমানা প্রাচীরের ও পাশ থেকে তাকে লক্ষ করে দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তার ডান হাতের আংশিক ঝলসে যায়। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে। এর আগের দিন সোমবার রাত ৯ টারদিকে তার ভাবি মোরশেদা বেগম তার শয়ন কক্ষে শুয়ে থাকা অবস্থায় রাস্তার পাশের জানালা দিয়ে তাকে লক্ষ করে দুবৃত্তরা এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তার বাম চোখ ও মুখমন্ডলসহ শরীরের ১০ শতাংস ঝলসে যায়। মোরশেদার মামা মোরশেদুল ইসলাম জানান, মোরশেদার চোখের অবস্থার অবনতি ঘটায় বুধবার রমেক হাসপাতাল থেকে তাকে ঢামেকে’র বার্ন ইউনিটে প্রেরন করেন।