সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

একযোগে কাজ করার অঙ্গীকার ওবামা ও রিপাবলিকান দলের

দেশটির মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল ঐতিহাসিক বিজয় অর্জন করেছে এবং বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষ তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সিনেটের রিপাবলিকান নতুন নেতা রাজনৈতিক অচলাবস্থা নিরসনে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন।

হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, আগামী দু’বছরকে যথাসম্ভব সক্রিয় ও গতিময় রাখতে তিনি নতুন কংগ্রেসের সাথে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, আমরা নিশ্চিতভাবেই একযোগে কাজ করার উপায় খুঁজো পাবো।

এদিকে সিনেটের নতুন নেতা মিচ ম্যাক কনেল বলেন, অকেজো সিনেটকে তিনি সক্রিয় করবেন। তিনি বলেন, গত কয়েক বছর ধরে সিনেট মূলত তেমন কিছুই করেনি। আমরা আবার কাজে ফিরে যাবো এবং বিল পাশ করবো। একইসঙ্গে তিনি যেসব বিষয়ে মতৈক্য সম্ভব সেসব বিষয়ে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। অপরদিকে হোয়াইট হাউজে শুক্রবার ওবামা ডেমোক্রেটিক ও রিপাবলিকান নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।

প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় মেয়াদের দু বছর বাকি থাকতেই এ নির্বাচনের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রে রিপাবলিকানরা রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থান পাকা করে নিয়েছে। এতে করে প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদের শেষ দুই বছরের জন্য আরও শক্তি অর্জন করলো বিরোধী রিপাবলিকান পার্টি। যুক্তরাষ্ট্রে কংগ্রেসের উভয়কক্ষে মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের বিজয়ের পর দলটি এখন দুটো কক্ষই নিয়ন্ত্রণ করবে।

 

Spread the love