
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদাভাবে পুষ্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন। এর পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের ঢল নামে। এর পর শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নান শ্রেণী-পেশার মানুষ।