বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এক তরফা নির্বাচন ও সহিংসতা বন্ধের দাবিতে ফুলবাড়ীতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ছাত্র ইউনিয়নের উদ্দেগ্য এক তরফা জাতীয় নির্বাচন ও সারাদেশ ব্যাপি সহিংসতা বন্ধোর দাবিতে গতকাল শুক্রবার সকাল ১০টায় ফুলবাড়ী ছাত্র ইউনিয়ন এক বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় নিমতলা মোড় হতে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে। পুনরায় নীমতলা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে নীমতলা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সভাপতি সুমন সরকার, সাধারন সম্পাদক পাপ্পু ও সিপিবির দিনাজপুর জেলা কমিটির সদস্য এস এম নুরুজ্জামান। তারা অবিলম্বে একতরফা নির্বাচন ও রাজপথে সহিংসতা বন্ধের দাবি জানান।

Spread the love