
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিয়া কর্তৃক বাংলাদেশ বেকারত্ব দূরীকরন সমিতি (বিবিডিএস)-এর আয়োজনে এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে শনিবার শিশু একাডেমী মিলনায়তনে প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিনসহ প্রতিবন্ধী উপকরণ বিতরণ করেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিঃ স্টিফেন মুর্মূ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, দিনাজপুর ডাঃ মোঃ হায়দার আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ছফর আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বিবিডিএস’র নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান বলেন, দিনাজপুর জেলায় বিবিডিএস প্রতিবন্ধীদের উন্নয়নে এবং পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রতিবন্ধীদের প্রশিক্ষণসহ তাদের স্বনির্ভর করে তোলার কাজ চালিয়ে যাচ্ছে।