দিনাজপুর প্রতিনিধি : কাঞ্চন সেতু সংলগ্ন মাদ্রাসার এতিম ছেলেদের জন্য এপেক্স ক্লাব অব দিনাজপুর গতকাল ইফতার ও প্রীতিভোজের আয়োজন করে। ক্লাব সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে আয়োজিত ইফতার মাহফিলে এপেক্স ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট এড. আইনুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরম্নল মতিন সৈকত, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এড. এমাম আলী, সেক্রেটারী এড. রইসউদ্দীন, আইপিপি এড. আব্দুল মজিদ, পিপি রাজিউদ্দীন চৌধুরী ডাবলু, পিপি আজহারম্নল আজাদ জুয়েল, এপেক্স ক্লাব অব পুনর্ভবার প্রেসিডেন্ট মোর্শেদুর রহমান বাবু, প্রমুখ এপেক্সিয়ানগণ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।
এতিম শিশুদের সাথে এপেক্স ক্লাব অব দিনাজপুর এর ইফতার
Please follow and like us: