রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

এদেশের মুক্তিযুদ্ধের চেতনা যতদিন যাগ্রত থাকবে, ততদিন এদেশের স্বাধীনতাকে ভুলুন্ঠিত করতে দেওয়া হবে না।-এমপি গোপাল

ডি. রায় বাবুল বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ বি,এন,পি থেকে আওয়ামীলীগে যোগদানকারী নেতা/ নেত্রীদের স্বাগত জানিয়ে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন আজকে যারা আওয়ামীলীগের আদর্শে অনুপ্রাণীত হয়ে দলে যোগদান করছেন তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে মন্তব্য করেন। তিনি বলেন বি,এন,পিকে এখন ফরমালিন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। তাদের আর কোন ভবিষ্যৎ বলতে কিছু নেই,। তারা নির্বাচন না করে যে ভূল করেছেন সে ভূলের খেসারত এখন বি,এন,পিকেই দিতে হচ্ছে। তারা জামাতের ফরমুলার যে রাজনীতি করছেন তার প্রতি ঘৃনাভরে বি,এন,পিকে প্রত্যাখান করে আজকে মানুষ দলে দলে আওয়ামীলীগের আদর্শে অনুপ্রাণীত হয়ে আওয়ামীলীগে যোগদান করছেন। জাতির জনক বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে যে স্বপ্ন দেখেছিলেন তা বাসত্মবায়ন করতে জননেত্রী শেখ হাসিনা নানা মুখি উন্নয়ন মূলক কর্মকান্ড একের পর এক বাসত্মবায়ন করে চলেছেন। তার এই মহৎ উদ্দ্যেগকে বাস্তবায়ন করতে হলে সম্মিলিত ভাবে সকলকেই একযোগে এগিয়ে আসতে হবে। আজকে দেশে যে উন্নয়ন স্বাধিত হয়েছে তা বিগত কোন সরকারের আমলেও হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের অর্থনৈতিক অবস্থাকে একটি সু-দৃঢ় অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন। আজকে মানুষের মাথা পিছু আয় বেড়েছে। আগামীতে দেশের অর্থনীতি ভারত, চীনের অর্থনীতিকেও ছাড়িয়ে যাবে। দেশ যখন একটি সম্ভাবনাময় দেশে পরিনত হতে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে এদেশের পাক… প্রেমিরা জঙ্গীবাদ, উগ্রবাদী রাজনীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়। যুদ্ধাপরাধিদের রক্ষার নামে এদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায় কিন্তু এদেশের মুক্তিযুদ্ধের চেতনা যতদিন যাগ্রত থাকবে, যতদিন মুক্তিযোদ্ধার সন্তানেরা বেঁচে থাকবে ততদিন এদেশের স্বাধীনতাকে ভুলুন্ঠিত করতে দেওয়া হবে না। তিনি বি,এন,পিকে জঙ্গীবাদ-উগ্রতাবাদীর রাজনীতি পরিহার করে সুস্থ্য রাজনীতির ধারায় ফিরিয়ে আসার আহববান জানান।

 

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ১২নং গোলাপগঞ্জ আওয়ামীলীগ আঞ্চলিক শাখা আয়োজিত বিশাল জনসভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।। গোলাপগঞ্জ হাট চান্দিনায় আয়োজিত অনুষ্ঠানে আওয়ামীলীগ আঞ্চলিক শাখার সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিকের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আবু হোসেন বিপু, বীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম শওকত হোসেন,উপজেলা কৃষকলীগের সভাপতি শিবলী সাদিক, মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান বিপ্লব, স্বেচ্ছা সেবক লীগের আহববায়ক মমিনুল ইসলাম স্বপন, মোহনপুর ইউপি চেয়ারম্যান দিনেশ চন্দ্র মহন্ত, নিজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখের আঞ্চলিক শাখার আওয়ামীলীগের সহ-সম্পাদক তোজাম্মেল হক লিমন, শফিউল আজম, বিকাশ চন্দ্র রায়, সদ্যযোগদানকারী গোলাপগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক আশফুল আলম,শরীর চর্চা শিক্ষক আব্দুল কাদের ও জিন্না প্রমুখ।

গোলাপগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিকের নেতৃত্বে চিলকুড়া, বীরচন্দ্রপুর, আওলাকুড়ি সরকারপাড়া, জগদিশপুর, কুতুলপুর, দক্ষিণ পলাশবাড়ী, মাহাতাবপুর ও আরাজী নাগরী সাগরী গ্রামের প্রায় ১হাজার ৮৬ জন নেতা/ নেত্রী দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জ শীল গোপালের হাতে ফুলের নৌকা উপহার দিয়ে বি,এন,পি থেকে আওয়ামীলীগে যোগদান করেন।

সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক।

 

Spread the love