বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এনআরবি টাউন পূর্বাচলের কল সেন্টার চালু

BESTWAY NRB TOWNবিশ্বমানের কল সেন্টার চালু করলো এনআরবি টাউন পূর্বাচল ও গ্লোবাল কানেক্ট বিডি। গতকাল রাজধানীর নিকুঞ্জে এ কল  সেন্টারের  উদ্বোধন করেন  বেস্টওয়ে গ্রুপের  চেয়ারম্যান মো. মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনআরবি টাউন ও  গ্লোবাল কানেক্ট বিডির ব্যবস্থাপনা পরিচালক  মো.সাইফুল হাসান, পরিচালক (অপারেশন) শামীম বিল্লাহ, বেস্টওয়ে গ্রুপের পরিচালক এম এ মোমেন, দেওয়ান নজরুল, সৈয়দ তানভীর ইমাম, রুহুল আমিন ও চিফ মার্কেটিং অফিসার মেহেদী হাসান। এনআরবি টাউন ও  গ্লোবাল কানেক্টবিডির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল হাসান জানান, আমরা বিশ্ববাজারে প্রতিযোগীতার জন্য নিজেদের প্রস্ত্তত করেছি। এখানে আন্তর্জাতিক মানের কর্মপরিবেশ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশ্বমানের সেবা প্রদান করা হচ্ছে। যে কেউ বিশ্বব্যাপী অফিস ও এনআরবি টাউন সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন: www.nrbtown.com-এ ঠিকানায়। উল্লেখ্য,  উপশহর পূর্বাচলে আমেরিকান স্টাইলে একটি বিশ্বমানের শহর গড়ে তুলছে এনআরবি টাউন প্রকল্প।

Spread the love