সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এনামুল হকের মৃত্যুতে বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীনের পিতা এনামুল হক আজ ২৬ অক্টোবর সোমবার সকাল ৭টায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজিউন)।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল (৭০) বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। তাঁর মৃত্যুতে বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। গতকাল বিকাল ৩টায় মরহুমের নামাজের জানাজা শেষে তাকে শাহ মুখদুম গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের মৃত্যুতে এছাড়াও শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।