দিনাজপুর প্রতিনিধি: এপেক্স ক্লাব অব দিনাজপুর এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় দিনাজপুর বার লাইব্রেরী ভবনে শতাধিক দরিদ্র, দু:স্থ্য ও শীতকাতর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এপেক্স ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান এড.মোঃ আইনুল হক এবং সেক্রেটারী এন্ড ডিএন এডিটর এড. মোঃ রইসউদ্দীন। শীতবস্ত্র বিতরণপুর্ব সমাবেশে এপেক্সের আদর্শ, উদ্দেশ্য, বিশ্বব্যাপী এর সেবা কার্যক্রম নিয়ে আলোচনা করেন এপেক্স ক্লাব অব দিনাজপুর এর পিপি এপেক্সিয়ান এড. এমাম আলী ভাইস প্রেসিডেন্ট, এপেক্সিয়ান নুরুল মতিন সৈকত, পিপি এপেক্সিয়ান এড. আব্দুল মজিদ, এপেক্সিয়ান রাজিউদ্দীন চৌধুরী ডাব্লু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান এড. নিয়ামুল হক, এপেক্সিয়ান এড. খলিলুর রহমান, এপেক্সিয়ান এড. মজিবর রহমান শাহ্, এপেক্সিয়ান এড. রেজাউল ইসলাম, এপেক্সিয়ান এড. ওমর ফারুক, এপেক্সিয়ান এস এম মোর্শেদুর রহমান বাবু, এপেক্সিয়ান মামুনুর রশিদ, এপেক্সিয়ান শহিদুল ইসলাম শহিদ, এপেক্সিয়ান আওলাদ হেসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র এপেক্সিয়ান আজহারুল আজাদ জুয়েল।