
জিন্নাত হোসেন : এফপিএবি দিনাজপুর শাখার ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
২৮ অক্টোবার মঙ্গলবার দিনাজপুর এফপিএবি এ্যাডভোকেট এম ফয়জুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এফপিএবি দিনাজপুর শাখার ৩৭তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি এ্যাডঃ নীলুফার রহিম। সাধারণ সভায় উপস্থিত ছিলেন শাখার জাতীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মিঃ রকেয়া সামাদ, দিনাজপুর শাখার সহ সভাপতি মোঃ আতাউর রহমান আজাদ বাবলু, এ্যামিরিাস প্রেসিডেন্ট মোঃ আব্দুস সামাদ, অবৈঃ ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক এ কে এম মেহেরুল্লাহ বাদল, অবৈঃ কোষাধ্যক্ষ প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন। আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ। শাখার স্বেচ্ছাসেবী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে সর্বপ্রথমে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও এফপিএবির পতাকা উত্তোলন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। প্রথমে এফপিএবি পরিবারের যারা ইন্তেকাল করেছেন তাদের শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন এফপিএবি দিনাজপুর শাখার যুব সম্পাদক সাফি সাবনাজ সুইটি। বিগত ৩৬তম সভার বার্ষিক সাধারণ সভার কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন এফপিএবি দিনাজপুর শাখার কার্য নির্বাহী পরিষদের সদস্য শাহ ইয়াজদান মার্শাল। ৩৭ তম বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী উপস্থাপন করেন অবৈঃ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মেহেরুলvহ বাদল। আর্থিক প্রতিবেদন ও বহিরাগত অডিট রিপোর্ট উস্থাপন করেন অবৈঃ কোষাধ্যক্ষ প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আজীবন সদস্য ডাঃ রামিম ইসলাম ইবনে নূর, ডাঃ আব্দুল করিম, মিজানুর রহমান, সৈয়দ মাহাবুব হোসেন, আবু তালেব মনু, প্রমুখ। শাখার সভাপতি, এ্যামেরিটাস প্রেসিডেন্ট, জাতীয় কার্য নির্বাহী পরিষদের সহ সভাপতি সহ সকলে এফপিএবি দিনাজপুর শাখার ক্লিনিকাল কার্যক্রম বৃদ্ধির জন্য সকল সদস্যদের আনুরোধ করেন। বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন জেলা কর্মকর্তা তাজ উদ্দিন মোড়ল।