বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এবার পাকিস্তানে আম আদমি

ডেস্ক নিউজ: ভারতের আলোচিত আম আদমি পাটির্র (এএপি) সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই নামে একটি দল গঠিত হয়েছে পাকিস্তানে। দেশটির মানবাধিকারকর্মী আরসালান-উল-মূলকের নেতৃত্বে দলটি নির্বাচন কমিশনে নিবন্ধন করেছে। আরসালান-উল-মূলকই এখন দলটির চেয়ারম্যান। তিনি বলেন, পাকিসত্মানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর স্বপ্নের স্বদেশ গড়তে তাঁদের দল কাজ করবে। কেজরিওয়ালের মতো পাকিস্তানভিত্তিক এএপির নেতা আগামী সপ্তাহে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভবনের বাইরে অনশনে বসার ঘোষণা দিয়েছেন। পুলিশে সংস্কার ও নির্যাতন বিরোধী বিল-২০১৪ অনুমোদনের দাবিতে দলটি এই কর্মসূচি দিয়েছে।

 

Spread the love