বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এবার বাই সাইকেলের রঙেই আলো জ্বলবে

অনেকেই রাতে সাইকেল চালাতে পছন্দ করেন। কিন্তু আলো এবং রিফ্লেক্টর  ছাড়া রাতে সাইকেল চালানো ঝুঁকিপূর্ণ। আরোহীর নিরাপত্তার কথা মাথায় রেখে  গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ভলভো নতুন এক ধরণের রঙ আবিস্কার করেছে। ভলভো এই রঙের নাম দিয়েছে লাইফ পেইন্ট। এই রঙ সাইকেলে স্প্রে করলে  রাতে আলো প্রতিফলিত হবে। রঙটি সাইকেলে রিফ্লেক্টর হিসেবে কাজ করবে।

তবে ভলভোর উদ্ভাবিত এই রঙ দিনের বেলা দেখা যাবে না। শুধুমাত্র রাতে রঙের উপর আলো পড়লেই সে ঝলমল করে উঠবে। সাইকেল, মোটর সাইকেল কিংবা গাড়িতে এই রঙ স্প্রে করলে রাতে সড়ক দুর্ঘটনার হাতে থেকে রেহাই পাওয়া যাবে।

যানবাহন এবং কাপড়ে এই রঙ স্প্রে করা যাবে। একবার রঙ স্প্রে করলে ১০ দিন পর্যন্ত এটি কাজ করবে। তবে বৃষ্টিতে এই রঙ কাজ করবে না। ভলভোর এই রঙ এখন যুক্তরাজ্যের কয়েকটি শহরের বাইক শপে পাওয়া যাচ্ছে।