সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এবার সংলাপের জন্য রুল জারি

Hiএবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মধ্যে সংলাপের বিষয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট। এ রুলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সংসদে ও সংসদের বাইরে আওয়ামী লীগ সভানেত্রী ও বিএনপি চেয়ারপার্সন এবং তাদের নেতৃত্বাধীন জোটের মধ্যে সংলাপের নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে। আজ বুধবার এক আইনজীবীর করা একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। প্রসঙ্গত সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গত ১৪ মার্চ এ রিট আবেদন করেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং স্বরাষ্ট্র সচিবসহ বিবাদীদের ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হুদা ও রিটকারী ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান।

Spread the love