শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এবার ২ অধিনায়কের যুগে বাংলাদেশের ক্রিকেট

Bcঅবশেষে ২ অধিনায়কের যুগে প্রবেশ করলো বাংলাদেশের ক্রিকেট। টেস্ট ও ওয়ানডে দলের জন্য ভিন্ন ভিন্ন অধিনায়ক নির্বাচন করা হয়েছে। অর্থাৎ ২ ফরমেটের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব ২ জনের হাতে তুলে দেয়ার পন্থাই বেছে নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার বিসিবির সভায় মাশরাফিি বন মর্তুজাকে ওয়ানডে দলের অধিনায়ক এবং টেস্ট দলের অধিনায়ক রাখা হয়েছে মুশফিকুর রহিমকেই। পাশাপাশি ওয়ানডে দলের সহঅধিনায়ক করা হয়েছে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসনাকে আর টেস্ট দলে মুশফিকের ডেপুটি করা হয়েছে তামিম ইকবালকে।
এবছর সাফল্যের ভান্ডারে এখনো তেমনকিছু যোগ করতে পারেনি বাংলাদেশ। ধারাবাহিকভাবে বাজে পারফরমেন্সের পাশাপাশি সাকিব ইস্যুতে বেশ গরম ছিলো ক্রিকেট পাড়া। তারই রেশ ধরে গুঞ্জন ওঠে দলে অধিনায়কত্ব পরিবর্তনের। সে সুবাদে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের পরপরই ক্রিকেটের ভিন্ন ভিন্ন ফরমেটে ভিন্ন ভিন্ন অধিনায়কের হাতে দলের দায়িত্ব তুলে দিলো বিসিবি।
বিসিবি সূত্রে জানা যায়, মুশফিকুরের বিকল্প না থাকায় বর্তমান সময়ের এই দেশ সেরা ব্যাটসম্যানের ওপরই টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড। সেই সাথে তামিমকে করা হয়েছে সহঅধিনায়ক। আর ওয়ানডেতে মাশরাফির অধিনায়কত্বটা সমর্থকদের প্রত্যাশিত থাকলেও সহঅধিনায়কের ক্ষেত্রে সিনিয়র ক্রিকেটার হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব।

Spread the love