
দিনাজপুর প্রতিনিধি : এমপিও ভূক্তিসহ ৯ দফা দাবীতে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স- মাস্টার্স শিক্ষক পরিষদ দিনাজপুর জেলা শাখা মানববন্ধন কর্মসূচী পালন ও প্রধান মন্ত্রি বরাবর স্মারক লিপি প্রদান।
৮ জুন রোববার বেলা ১১টায় বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স- মাস্টার্স শিক্ষক পরিষদ দিনাজপুর জেলা শাখা দিনাজপুর প্রেসক্লাব সমূখ সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচী চলাকালে অনার্স- মাস্টার্স শিক্ষক পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মেহরাব আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হবিবর রহমান এর পরিচালনায় মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সুফিয়া খাতুন, প্রফুল্ল চন্দ্র, আরমান আলী, জাহাঙ্গীর আলম, শহিদুল্লাহ সাদী, আনিছুর রহমান, নূরে আলম সিদ্দিকী, মামুন-উর আসাদ, শরিফুল ইসলাম, মীর আসাদ আলী, শাহিনুর খান, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন, রেজাউল ইসলাম, সাজ্জাদ , জুয়েল প্রমুখ।
মানববন্ধন শেষে এমপিও ভূক্তিসহ ৯ দফা দাবীতে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স- মাস্টার্স শিক্ষক পরিষদ দিনাজপুর জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (গোপনীয়) সানজিদা জেসমিন।
প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত স্মারকলিপিতে বলা হয় জাতীয় বিশ্ব বিদ্যালয় অধিভুক্ত বেসরকারী কলেজে অনার্স, মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের এম,পি,ও ভুক্তিকরন বিষয়টি নিয়ে গত ২০০৭ ইং সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী , শিক্ষমন্ত্রী, শিক্ষা উপদেষ্টা, শিক্ষামন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে বিভিন্ন সময়ে স্মারকলিপি, মানববন্ধন, অবস্থান কর্মসূচী, প্রতীকি অনশনসহ অন্যান্য কর্মসূচী নেয়া হলেও আজও বিষয়টির সুরাহা হয়নি। জাতীয় বিশ্ব বিদ্যালয় অধিভূক্ত বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সে প্রায় ৩১২ টি কলেজে প্রায় ৫ লক্ষাধীক শিক্ষার্থীকে প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষক পাঠদান করে আসছেন। দেশের উচ্চ শিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অবদান প্রায় দুই-তৃতীয়াংশ। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীকে যারা পাঠ দান করে আসছেন তাদের সামাজিক পদমর্যাদা, জীবন মান নিয়ে আজ এক লজ্জার মুখে পড়তে হচ্ছে। বর্তমানে প্রচলিত এম,পি,ও ভুক্ত শিক্ষকদের সাথে অনার্স- মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আকাশ সম পার্থক্য। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দীর্ঘ দিনের বঞ্চনার মুক্তির জন্য আপনার সমীপে নিম্ন লিখিত দাবী পেশ করছি।
দাবী সমূহঃ ১। প্রচলিত জনবল কাঠামো পরিবর্তন করে শিক্ষা মন্ত্রনালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে মধ্যে সমন্বয় সাধান করে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের রুলস্ ও রেগুলেশন অনুযায়ী অনার্স ও মাস্টার্স কোর্স অন্তরভূক্ত করে নতুন জনবল কাঠামো তৈরি করে অতি দ্রুত অনার্স মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষক ও কর্মচারীদের এমপিও ভূক্ত করতে হবে। এবং ইতোমধ্যে যে সকলকলেজ জাতীয়করণ হয়েছে যে সকল কলেজে অনার্স, মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের অবিলম্বে আত্মীকরণ করতে হবে।
২। অনার্স, মাস্টার্স কোর্সে কর্মরত এমপ্রি বিহীন যে সকল শিক্ষক ইতোমধ্যে ১৫ বছর অতিক্রম করেছেন তাদেরকে অদ্যক্ষ এবং ১২ বছর অতিক্রম যা রা করেছেন তাদেরকে উপাধ্যক্ষ পদে নিযুক্ত হওয়ার বিধান চালু করতে হবে। যোগ্যতা অনুসারে উচ্চতর স্কেল দিতে হবে।
৩। অনার্স মাস্টার্স শ্রেণির সকল শিক্ষককে তাদের যোগদানের তারিখ থেকে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি প্রদান এবং এমপিও তারিখ নিতি বাতিল করে প্রথম যোগদানের তারিখ থেকে অভিজ্ঞতা গণনা করতে হবে।
৪। যোগদানের তারিখ থেকেই অবসর ভাতা, প্রাচুইটি দেওয়ার বিধি প্রচলন করতে হবে।
৫। বেসরকারি অনার্স মাস্টার্স কলেজে পদোন্নতির ক্ষেত্রে প্রচলিত অনুপাত প্রথা বাতিল করে অনার্স, মাস্টার্স শ্রেণীতে পাঠদানকারী শিক্ষকদের জন্য সরকারি কলেজের অনুরূপ সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ চালু করতে হবে।
৬। বেসরকারী অনার্স, মাস্টার্স কলেজে অতিরিক্ত ১ জন করিণিক ও ১জন হিসাব রক্ষক এবং প্রতি বিভাগের জন্য ১ জন করে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করতে হবে।
৭। অনার্স, মাস্টার্স শ্রেণীতে পাঠদানকারী শিক্ষকদের গবেষনা এর জন্য কলেজ থেকে ছুটি সহ যাবতিয় সহযোগিতা ও সরকার থেকে প্রয়োজনীয় বৃত্তি দেয়ার বিধি চালু করতে হবে।
৮। যেখানে যেখানে অনার্স ও মাস্টার্স কোর্স না খুলে অতিদ্রুত নিতিমালা আওতায় আনতে হবে। জনসংখ্যা ও অন্যান্য দিক বিবেচনায় জেলা সদর ও উপজেলা সদরে অনার্স ও মাস্টার্স কোর্স খোলা যেতে পারে।
৯। উচ্চ শিক্ষা মন্ত্রণালয় গঠন করতে হবে/উচ্চ শিক্ষাও শিক্ষক কমিশন গঠন করতে হবে।