
কাশী কুমার দাস স্টাফ রিপোর্টার : সাবেক মুখ্য সচিব ও পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিম বলেছেন ক্ষুদ্র ঋণ কার্যক্রমের কারনে গ্রামীন জীনব যাত্রার মান উন্নয়ন হয়েছে। হতদরিদ্র মানুষগুলো স্বনির্ভর ও সাবলম্বী হচ্ছে। পিকেএসএফ শুধু ঋণ কার্যক্রমই বাস্তবায়ন করছেনা দেশের আর্থ সামাজিক উন্নয়নেও যথেষ্ট ভূমিকা রাখছে।
গতকাল শনিবার মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) বালুবাড়ী আয়োজিত নবনির্মিত প্রধান কার্যালয় কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন এবং সংগঠন কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান ও অমর্ত্মঘাতমূলক বীমা দাবী চেক প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। এমবিএসকে নির্বাহী প্রধান রাজিয়া হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের, পুলিশ সুপার মোঃ রম্নহুল আমিন, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও এমবিএসকে’র নির্বাহী পরিষদের সভাপতি সৈয়দ রাজিয়া খাতুন। প্রধান অতিথি বেলুন এবং কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন করেন এবং এমবিএসকে ভবন চত্বরে ঔষধি গাছ লাগান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপ-নির্বাহী মোঃ মোশাররফ হোসেন।
সভাপতির বক্তব্যে এমবিএসকে নির্বাহী প্রধান রাজিয়া হোসেন বলেন পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত নারী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে পিকেএসএফ ঋণ দিনাজপুর জেলায় বিরাট সাফল্য এনে দিয়েছে। এতে যেমন জীনব যাত্রার মান উন্নয়ন হয়েছে তেমনি আর্থ সামাজিক-এর উন্নয়ন ঘটেছে।