
জিন্নাত হোসেন : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রবীন জননেতা এ্যাড. এম. আব্দুর রহিম এর রোগমুক্তি কামনায় বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর সদর উপজেলা ৬নং আউলিয়াপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দিনাজপুর সদর উপজেলার চেরাডাঙ্গী ঈদগাহ ময়দানে ৬নং আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রবীন জননেতা এ্যাড. এম. আব্দুর রহিম এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ৬নং আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া।
দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ আউলিয়াপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জেলা আওয়ামী ওলামালীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আলতাফ হোসেন।