সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এম আব্দুর রহিমের রোগমুক্তি কামনায় দিনাজপুর স্টেশন ক্লাব’র মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক : প্রবীণ রাজনীতিবীদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ সদস্য এম আব্দুর রহিম, আজীবন সদস্য আব্দুল কুদ্দুস এর রোগমুক্তি কামনায় দিনাজপুর স্টেশন ক্লাব’র আয়োজনে মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর শনিবার বাদ আসর ক্লাব ভবনে উক্ত মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর স্টেশন ক্লাব এর সভাপতি ও জেলা প্রশাসক মীর খায়রুল আলম, সহ সভাপতি ও পুলিশ সুপার মো. রুহুল আমিন, এডিসি জেনারেল আবু রায়হান মিঞা, এডিএম গোলাম রাববী, ক্লাবের সাধারণ সম্পাদক রেজা হুমায়ন চৌধুরী ফারুক, সদস্য ও শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, শিল্পপতি আবুল হোসেন পাটোয়ারী, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মিজানুর রহমান পাটোয়ারী বাবু, শামীম কবির, জেল সুপার শাহ্ আলম খান, সৈয়দ মোহাম্মদ সাগীর, মঞ্জুরুল ইসলাম, হাফিজুল কাদের লাবু, গোলাম নবী দুলাল প্রমুখ। অনুষ্ঠানে আলহাজ্জ মাওলানা রফিকুল্লাহ মাজহারী ও হাফেজ মাওলানা রেজাউল করিম এর পরিচালনায় উপস্থিত সকলেই এম আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস এর রোগমুক্তি এবং ক্লাব এর সদস্য মরহুম রাইসুল ইসলাম সন্টু’র আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।