সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এম. আব্দুর রহিম এর রোগমুক্তি কামনায় ঘুঘুডাঙ্গা স্কুল এন্ড কলেজে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার : গতকাল রোববার উত্তরবঙ্গের কৃতি পুরুষ, দিনাজপুরের গর্ব এবং সাবেক সফল সাংসদ ও বিচারপতি এনায়েতুর রহিম এবং বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র পিতা জননেতা আলহাজ্ব এ্যাডঃ এম. আব্দুর রহিমের শারিরীক সুস্থতা এবং রোগমুক্তি কমনায় ঘুঘুডাঙ্গা স্কুল এন্ড কলেজ, ৪৭নং ঘুঘুডাঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত স্কুল এন্ড কলেজের হলরুমে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে ঘুঘুডাঙ্গা স্কুল এন্ড কলেজের গভর্নিং কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন বাবলু, ৪৭নং ঘুঘুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল হাসান চৌধুরী, কমিটির সদস্য মোঃ ওয়াহেদুন নবী চৌধুরীসহ শিক্ষক-শিক্ষিকা, প্রভাষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করতে গিয়ে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোঃ জাহির উদ্দিন বলেন, এম. আব্দুর রহিম স্বাধীনতা যুদ্ধে যথেষ্ঠ অবদান রেখেছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি জেলার শিক্ষ এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছেন। আমরা তার আশুরোগমুক্তি কামনা এবং দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিলে আসুক তার জন্য আমরা আল্লাহ পাকের নিকট হাত তুলে দোয়া করছি।