শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এম কে আনোয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন

সাম্প্রদায়িক উস্কানির সৃষ্টির অভিযোগে একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন। আগামী ৩০ নভেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন রেখেছেন তিনি।

২০১৩ সালের ৬ মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার বলেন, বায়তুল মোকাররমে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাসের নেতৃত্বে দোকানপাট লুট হয়েছে। পবিত্র কোরআন শরিফসহ ধর্মীয় গ্রন্থে আগুন দেওয়া হয়েছে। পরদিন বিভিন্ন পত্রিকায় এ সংবাদ প্রকাশিত হয়।

ওই বক্তব্যের দেওয়ার অভিযোগে ৭ মে একটি জিডি করেন পল্টন থানার এসআই আব্দুর রশীদ, তদন্ত শেষে যা মামলায় রূপান্তরিত হয়।

সাবেক সাংসদ এম কে আনোয়ার এ মামলায় জামিনে রয়েছেন। শুনানিতেও উপস্থিত ছিলেন তিনি। অভিযোগ গঠনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা একই অপরাধে একই ব্যক্তির বিরুদ্ধে দুইবার মামলা চলে না জানিয়ে বলেন, এটি ফৌজদারি কার্যবিধি ও সংবিধান বিরোধী। তাই তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে অভিযোগ গঠনের দাবি জানান। শুনানিতে আসামিপক্ষে ছিলেন হাতেমুল আলম ও নুরুজ্জামান তপন।

Spread the love