শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এরশাদের মাসব্যাপী দলীয় কর্মসূচি ঘোষণা

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বিভিন্ন জেলা শাখার সম্মেলন, সমাবেশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময়সহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ অক্টোবর জাতীয় শ্রমিক পার্টি ও ২৮ অক্টোবর জাতীয় ওলামা পার্টির সঙ্গে মতবিনিময়। ৩০ অক্টোবর ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান, ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সংহতির যুব সমাবেশে, ৫ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ও সমাবেশে, ১২ নভেম্বর চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে জাতীয় পার্টির মহাসমাবেশ এবং ১৬ নভেম্বর মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।

এছাড়া ২২ অক্টোবর জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার পরিচিতি সভা ও ২৭ অক্টোবর জাতীয় ছাত্র সমাজের সাধারণ সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু এমপি উপস্থিত থাকবেন।

Spread the love